• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান বায়ুসেনার বিমান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনির নিরাপত্তা রক্ষীদের নিয়ে যাওয়ার সময় উজবেকিস্তানের সীমান্ত এলাকায় আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ল।

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: IANS)

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনির নিরাপত্তা রক্ষীদের নিয়ে যাওয়ার সময় উজবেকিস্তানের সীমান্ত এলাকায় আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ল। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এমনটাই জানিয়েছে।

সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বাখরম জুলফিকারভ বলেন, ‘উজবেকিস্তানের সুরখান্দরিয়া এলাকায় আফগান বায়ু সেনার একটি বিমান ভেঙে পড়েছে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে তল্লাশি চলছে।

বিস্তারিত তথ্য পরে জানানাে হবে। এদিকে জানা যাচ্ছে, উজবেকিস্তানের আকাশে আফগানিস্তানের বিমান দুর্ঘটনায় পড়লেও কারও মৃত্যু হয়নি। কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে ৮৪ জন আফগান সেনা আফগানিস্তান থেকে উজবেকিস্তানে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।