• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৮ কোটি টিকা পাঠাচ্ছে আমেরিকা

ভারত সহ বিভিন্ন দেশে আট কোটি টিকা পাঠানাের ঘােষণা করলেন আমেরিকার জো বাইডেন।হােয়াইট হাউরে প্রেস সচিব জেন সাকি একথা জানিয়েছেন।

প্রতীকী ছবি (File Photo: iStock)

এবার করােনা পরিস্থিতি মােকাবিলা করার জন্য ভারত সহ বিভিন্ন দেশে আট কোটি টিকা পাঠানাের ঘােষণা করলেন আমরিকার জো বাইডেনের প্রকার। বুধ্বার হােয়াইট হাউরে প্রেস সচিব জেন সাকি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘কোভিড -১৯ অতিমারির মােকাবিলা করার জন্য ইতিমধ্যেই ভারতকে ৫০ কোটি ডলার (প্রায় ৩৬৫৮ কোটি টাকা) মূল্যের সাহায্য পাঠিয়েছে আমেরিকা। অন্য সমস্ত রকমের সম্ভাব্য সাহায্য করতে আমরা প্রস্তুত।

সাকি আরও জানিয়েছেন, এই অতিমারি পরিস্থিতিতে ভারত সহ নানা দেশের সাহায্য পেয়েছি। শুধু টিকা নয়, তার মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর এবং করােনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির।

হােয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, শুধু ভারতই নয়, দক্ষিণ এশিয়া সহ অন্য কয়েকটি করােনা বিধ্বস্ত দেশেও আমরিকা সাতটি বিমানে সাহায্য পাঠিয়েছেন। তিনি বলেন, ওষুধ, অক্সিজেন, করােনা পরীক্ষার কিট সহ আনুষঙ্গিক স্বাস্থ্যসামগ্রী রয়েছে এই তালিকায়।