প্রথমবার মহিলা ‘চিফ অফ স্টাফ’ পেল আমেরিকা
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউজের 'চিফ অফ স্টাফ' হিসাবে সুসি ওয়াইলসকে বেছে নিলেন তিনি৷ আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে এই পদে বসানো হল৷ মূলত, প্রশাসনিক প্রায় সমস্ত দায়িত্ব থাকবে তাঁর কাঁধে৷ প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করার দায়িত্ব পালন করবেন তিনি ৷ সেই সঙ্গে ট্রাম্পের সমস্ত সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে সঠিকভাবে রূপায়িত হচ্ছে কি না, সেদিকেও নজর রাখবেন সুসি।