• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আড়াই দশক পর পাক সেনাপ্রধানের কারগিল যুদ্ধে শামিলের স্বীকারোক্তি

১৯৯৯-এ কারগিল যুদ্ধে পাক-সেনা পরোক্ষভাবে অংশ নেয়। শেষে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিল্টনের চাপের কারণে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লড়াই বন্ধ করতে বাধ্য হন।

কার্গিল যুদ্ধ (Photo: Twitter/@sachin_rt)

আড়াই দশক পর অবশেষে পাকিস্তান সরকার স্বীকার করল যে, তারা কারগিল যুদ্ধে অংশ নিয়েছিল। ১৯৯৯ এর কারগিলে যে সংঘর্ষ হয় তা নিয়ে এতদিন পাকিস্তান দাবি করে আসছিল পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরি মুজাহিদিন বা স্বাধীনতা সংগ্রামীরা কাশ্মীরকে ভারতের কবল মুক্ত করতে এই লড়াইয়ে অংশ নিয়েছিল। এই যুদ্ধকে সামরিক ভাষায় যুদ্ধ না বলে বলা হয় সংঘর্ষ। সেই ঘটনায় পাকিস্তানের ডাহা মিথ্যে ফাঁস হয়ে গেল স্বয়ং পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের কথাতেই।

শনিবার দেশের প্রতিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক জমায়েতে পাকিস্তানের সেনা প্রধান শুধু ১৯৯৯-এর এই সংঘর্ষই নয় সঙ্গে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আরও তিন চক্রান্তও ফাঁস করে ফেলেন। এদিন তিনি বলেন, ১৯৯৯-এ হিন্দুস্তানের বিরুদ্ধে সংঘর্ষে পাকের শত শত সেনা দেশ ও ইসলামের জন্য জীবন বলিদান করেছেন। তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অনুষ্ঠানে নিহত সেনাদের পরিবারের লোকজনেরাও ছিলেন। মুনিরই প্রথম যিনি কারগিল যুদ্ধে তাদের সেনা বাহিনীর যোগদানের কথা প্রকাশ্যে স্বীকার করলেন।

১৯৯৯-এ কারগিল যুদ্ধে পাক-সেনা পরোক্ষভাবে অংশ নেয়। শেষে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিল্টনের চাপের কারণে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লড়াই বন্ধ করতে বাধ্য হন।