• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

আওয়ামী লীগের ১০ নেতার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আওয়ামী লীগের ১০ জন নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছে।

ফাইল ছবি

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আওয়ামী লীগের ১০ জন নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছে। যাঁদের বিরুদ্ধে নোটিস জারির আর্জি জানানো হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ আগস্টের গণআন্দোলনের আগে তিনিই ছিলেন আওয়ামী লীগের সবচেয়ে আক্রমণাত্মক নেতা। তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, ছাত্ররা কিছুই করতে পারবে না, কারণ জনগণ তাঁদের সঙ্গে নেই। আন্দোলনকারীদের মোকাবিলায় লীগের ছাত্র সংগঠনকে পথে নামার নির্দেশও দিয়েছিলেন তিনি। এছাড়াও তালিকায় রয়েছে ততকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও তালিকায় রয়েছেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের মতো নাম।

অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সাইমা ওয়াজ়েদ পুতুল-সহ মোট ১৯ জনের বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগ, তাঁরা ঢাকায় আবাসিক জমি কৌশলে আত্মসাৎ করেছিলেন। সেই মামলা চলছিল রাজধানীর আদালতে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আদালতে এই সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে। তা গ্রহণ করার পরেই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

হাসিনার কন্যা পুতুল ২০২৩ সালের ১ নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পদে রয়েছেন। কর্মসূত্রে তিনি থাকেন দিল্লিতে। গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা ভারতে চলে আসেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং অপরাধের অভিযোগে মামলা শুরু হয়েছে বাংলাদেশে। এর আগেও হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁর প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। কিন্তু এখনও তার কোনও উত্তর দেওয়া হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আগেই ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছিল। বাংলাদেশ পুলিশও ইন্টারপোলের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠিয়েছে। যদিও হাসিনার বিরুদ্ধে এখনও পর্যন্ত রেড কর্নার নোটিস জারি করা হয়নি। মনে করা হচ্ছে ভারতের আশ্রয়ে থাকার জন্যই পদক্ষেপ করছে না ইন্টারপোল। আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা ভারতে থাকলেও তাঁরা সরকারিভাবে ভারত সরকারের আশ্রয়ে নেই।