জাঞ্জিবার, ১৩ মার্চ – সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে ৮ জন শিশু-সহ ৯ জনের মৃত্যু হল৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আফ্রিকার পেম্বা দ্বীপে৷ সোয়াহিলি উপকূলে জাঞ্জিবার দ্বীপপুঞ্জের অন্যতম পেম্বা দ্বীপ। অসুস্থ হয়ে আরও অন্তত ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন৷ পেম্বা দ্বীপের মেকোয়ানি জেলার মেডিক্যাল অফিসার জানিয়েছেন, ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে, সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েই প্রত্যেকের মৃত্যু হয়েছে৷ কচ্ছপের মাংসে কেলোনিটক্সিজম নামে এমন একটি উপাদান থাকে যা থেকে বিষক্রিয়ার আশঙ্কা থাকে৷
আফ্রিকার উপকূল অঞ্চলে সামুদ্রিক কচ্ছপের মাংস জনপ্রিয় খাবার৷ এই মাংস থেকে বিষক্রিয়ার আশঙ্কা থাকে জেনেও মানুষ এই মাংস খান৷ সামুদ্রিক কচ্ছপের মাংসের স্বাদ অনেকটা গোমাংসের মতো হওয়ার কারণেই সেটি এত জনপ্রিয়৷
২০২১ সালেও এই দ্বীপেই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে এক শিশু সহ সাত জনের মৃত্যু হয়েছিল৷ বিবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, কচ্ছপের মাংস থেকে বিষক্রিয়া হওয়ার সবথেকে বেশি ভয় থাকে শিশুদের মধ্যে৷ অতীতে ইন্দোনেশিয়া ছাড়াও ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে বিষক্রিয়ার ঘটনার কথা জানা গিয়েছে৷