• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তর গাজায় ইজরায়েলি হানায় মৃত ৮৪ প্যালেস্তিনীয়, ৫০ জনেরও অধিক ছিল শিশু

গাজা সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে ‘নৃশংস হত্যালীলা’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

গাজায় হানা ইজরায়েলের! গাজা স্ট্রিপের উত্তরদিকে অবস্থিত জনবসতির উপরে বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনাবাহিনী। এই ঘটনার জের পড়েছে অন্তত ১৭০ জন সিভিলিয়ানের উপর। প্রাণ হারিয়েছেন ৮৪ জন ব্যক্তি, যার মধ্যে ৫০-এরও বেশি হচ্ছে শিশু!

গাজা সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে ‘নৃশংস হত্যালীলা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, শালায়েল এবং আল-ঘান্দোর পরিবারের বাড়িঘরের উপর বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা।

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে উত্তর গাজার অবস্থাকে ‘বিপর্যয়মূলক’ বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ইজরায়েলকে অনুরোধও করা হয়েছে, যাতে ওই অঞ্চলে ইজরায়েল আর আক্রমণ না হানে বা সিভিলিয়ানদের কোনও ক্ষয়ক্ষয়ি না হয়।

সম্প্রতি ইজরায়েলি পার্লামেন্টে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লুএ)-এ কে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়। এর তীব্র সমালোচনা করা রাষ্ট্রপুঞ্জ থেকে জানানো হয়, ত্রাণকার্যে ইউএনআরডব্লুএ-র কোনও বিকল্প হতে পারে না।

প্রসঙ্গত, ২০২৩ এর ৭ অক্টোবর প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস ইজরায়েলের উপর আক্রমণ করা, যাতে প্রাণ হারান সহস্রাধিক ইজরায়েলি সিভিলিয়ান। এর প্রতিবাদে ৮ অক্টোবর থেকেই গাজা অঞ্চলে ক্রমাগত আক্রমণ হানতে থাকে ইজরায়েল। এখনও পর্যন্ত ইজরায়েলের এই আক্রমণে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার জনেরও বেশি।