• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

পাকিস্তানে রাতের পার্টি থেকে মদ ও মাদক-সহ গ্রেপ্তার ৫৫ জন

অভিযোগ ধৃতরা সকলেই শীর্ষস্তরের আধিকারিকদের সন্তান

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাকিস্তানের অভিজাত এলাকায় রেভ পার্টি চলাকালীন  মদ এবং মাদক-সহ গ্রেপ্তার হলেন পাক সেনার বেশ কয়েক জন শীর্ষ আধিকারিকের পুত্র এবং কন্যা। সোমবার রাতে পার্টি যখন মধ্যগগনে, সেই সময়ে আচমকাই তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই পার্টি থেকেই গ্রেপ্তার হয়েছেন দেশের বেশ কয়েকজন বড় মাপের রাজনৈতিক নেতাদের সন্তানরাও। পুলিশ সূত্রে খবর, ওই পার্টি থেকে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২৫ জন মহিলা।

স্থানীয় সূত্রে খবর, পাকিস্তানের দক্ষিণ লাহোরের কসুর এলাকার একটি খামারবাড়িতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টির একটি ভিডিও পুলিশের হাতে আসে। এরপরেই ওই খামার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।  সেখান থেকে মদ এবং মাদক-সহ ধরা পড়েন প্রায় ৫৫ জন।
 
ওই পার্টির আয়োজক কে বা কারা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাকিস্তান সেনার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের পুত্র ও কন্যাদের উপস্থিতির কারণে শুরু হয়োেছে জোরদার চর্চা। আসর থেকে প্রচুর মদ এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি।
 
ইসলামধর্মী এই দেশ ধর্ম পালনে কঠোর। মদ বা মাদকের মতো জিনিস এখানে নিষিদ্ধ। অথচ দেশের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের সন্তানদেরই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।