নাইজেরিয়ায় ৫০ বোকো হারাম জঙ্গি নিহত

নাইজেরিয়ার নিরাপত্তা সংস্থার গুলিতে খতম ৫০ বোকো হারাম জঙ্গি। বোর্নো রাজ্যে ২০০-র বেশি জঙ্গি নাইজেরিয়ান সেনাদের নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায়। অফিসারদের ওপর চড়াও হয়। দু’পক্ষের সংঘর্ষে ৫০ বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে। এদিকে নাইজেরিয়ার পাওয়ার গ্রিড প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৭ জন আধিকারিককের খোঁজ পাওয়া যাচ্ছে না।

নাইজেরিয়ার নিরাপত্তা সংস্থার মুখপাত্র বাবাওয়ালে আফলাবি বলেন, নাইজেরিয়ার নিরাপত্তা কর্মীরা টহল অভিযানে বেরিয়েছিলেন। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বোকো হারাম জঙ্গিরা। এই হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন আধিকারিক গুরুতর আহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিরা অবস্থান করছে বলে অনুমান করা হচ্ছে।

বোকো হারাম জঙ্গিরা বেশিরভাগই নাইজেরিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থান করছে। বোকো হারাম সংগঠনের সন্ত্রাসীরা আগে সেনাদের ওপর এবং পরে অসামরিক নাগরিকদের ওপরও হামলা চালিয়েছিল। আধিকারিকদের মতে, গত সপ্তাহে শনিবার ৫ সন্দেহভাজন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে।


নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে। বোকো হারামের নাম হল, জামায়াতু আহলিস সুন্নাহ লিদ্দাওয়াতি ওয়াল জিহাদ বোকো হারাম সন্ত্রাসী সংগঠনের উদ্দেশ্য, ইসলামি শরিয়া আইন বাস্তবায়ন করা। এটি ২০০৯সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংবাদ সংস্থার, বোকো হারাম জঙ্গিদের হামলা ও হিংসাত্মক আক্রমণের কারণে প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ২১ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছে।

বোকো হারাম মনে করে, পশ্চিমী সমাজ-সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে যে কোনও রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড চালানো হারাম বা নিষিদ্ধ। যেমন – নির্বাচনে ভোট দেওয়া, শার্ট-প্যান্ট পরা, ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ।