বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাবারের দামও।
রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বিষয়ক সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্বে এখন সাড়ে ৩৪ কোটি মানুষ অনাহারের শিকার। এক বেলার খাবারের সংস্থান করার মতো অর্থ নেই তাদের হাতে।
বিশ্বের বহু দেশে আবার খাবারেরও আকাল। ফলে বেশ কয়েকটি দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানানো হয়েছে জাতি সংঘের তরফে।
রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিশলির মতে, সাড়ে ৩৪ কোটি মানুষের অনাহার, অর্ধাহারে থাকার ঘটনা নজিরবিহীন।
একই সঙ্গে তিনি বলেছেন, অতীতের তুলনায় অনাহার, অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধির হারও সব নজির ছাপিয়ে গিয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূ্চির কর্তাদেরর হিসাব মতো, ২০২১-র শুরুতে অনাহারে থাকা মানুষের সংখ্যা ছিল ২৭ কোটি ৬০ লাখের কাছাকাছি, যা এখন ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তার আগের বছর অর্থাৎ ২০২০-র গোড়ায় কোভিড মহামারী পরিস্থিতি তৈরি হওয়ার আগে এমন মানুষেরা সংখ্যায় ছিল আনুমানিক সাড়ে তেরো কোটি।