• facebook
  • twitter
Friday, 22 November, 2024

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে ৩ ভারতীয় গ্রেফতার কানাডায়

অটোয়া, ৪ মে– খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জডি়ত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা সরকার৷ কানাডা পুলিশের অভিযোগ, সেদেশের বুকে নিজ্জর খুনে এই তিনজন জডি়ত ছিল৷ কানাডায় ঘাঁটি গেডে় থাকা মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি নিজ্জর গতবছর খুন হয়৷ তারপর থেকে এই খুনকে কেন্দ্র করে ভারত ও কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে৷ কানাডার প্রধানমন্ত্রী

Canadian Hardeep Singh Nijjar, From Interpol Wanted poster. Handout / PNG *** Local Caption *** Photo of Hardeep Singh Nijjar on Interpol wanted poster

অটোয়া, ৪ মে– খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জডি়ত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা সরকার৷ কানাডা পুলিশের অভিযোগ, সেদেশের বুকে নিজ্জর খুনে এই তিনজন জডি়ত ছিল৷
কানাডায় ঘাঁটি গেডে় থাকা মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি নিজ্জর গতবছর খুন হয়৷ তারপর থেকে এই খুনকে কেন্দ্র করে ভারত ও কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলেন, এই খুনের পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত আছে৷ তারাই হিট স্কোয়াড তৈরি করে৷ যদিও নয়াদিল্লি সেই দাবিকে অবাস্তব বলে উডি়য়ে দেয়৷ ট্রুডোর অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
কানাডা পুলিশ নিজ্জর খুনে ভারতীয় হিট স্কোয়াডের সদস্য বলে যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের নাম হল, ২২ বছরের করণ ব্রার, ২২ বছরের কমলপ্রিত সিং এবং করণপ্রিত সিংয়ের বয়স ২৮ বছর৷ আলবার্টায় কানাডার অস্থায়ী বাসিন্দা হিসেবে তাঁরা তিন থেকে পাঁচবছর সেদেশে ছিলেন৷
স্থানীয় পুলিশ সুপার মনদীপ মুকার এই খুনের ঘটনার তদন্ত করছেন৷ তিনি এই তিনজনের নাম ও ছবি প্রকাশ করেন৷ পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের মামলা ছাড়াও খুনের চক্রান্তের অভিযোগ আনা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, এই তিনজন কেউ আগে থেকে কাউকে চিনতেন না৷ এঁদের সঙ্গে ভারত সরকারের কোনও যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা চলছে৷ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক কর্তা জানান, নিজ্জর খুনের সব সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত চলছে৷
কানাডার নাগরিক নিজ্জরের বিরুদ্ধে ভারতের মাটিতে অসংখ্য জঙ্গি কার্যকলাপের অভিযোগ ছিল৷ ২০২৩ সালের ১৮ জুন সুরে-তে একটি গুরুদ্বারের বাইরে নিজ্জরকে গুলি করে খুন করা হয়৷ এরপর ট্রুডো কানাডার পার্লামেন্টে বলেন, এই কাজে যে ভারত যুক্ত তার প্রমাণ আছে৷ ফের নতুন করে এই সপ্তাহের গোড়ার দিকে খালসা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের সময়ই খলিস্তান জিন্দাবাদ বলে স্লোগান ওঠে৷ এর প্রতিবাদে নয়াদিল্লিস্থিত কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করে বিদেশমন্ত্রক৷