• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

২ দিন অতিক্রান্ত, এখনও তুরস্কের বিমানবন্দরে আটকে ২৫০-রও বেশি বিমানযাত্রী

বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ যাত্রীদের

প্রতিনিধিত্বমূলক চিত্র

লন্ডন থেকে মুম্বইগামী বিমানের ৯ ঘণ্টার সফর প্রায় ৪২ ঘণ্টায় গিয়ে দাঁড়িয়েছে। কি্ন্তু তবুও যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া যায়নি। বিমানের ২৫০-রও বেশি যাত্রী তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে আটকে পড়েছেন। বিমান কখন ছাড়বে, কখন গন্তব্যে পৌঁছবে,তার কোনও উত্তর নেই কারোর কাছেই। এই ২৫০-রও বেশি যাত্রীদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীরা তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন সমাজ মাধ্যমে।
 
ভার্জিন আটলান্টিকা নামে একটি সংস্থার বিমান লন্ডন থেকে মুম্বইয়োর উদ্দেশে রওনা হয় ২ এপ্রিল। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিতসার জন্য তুরস্কের এক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়। এরপর প্রায় ২ দিন কাটতে চললেও সেই বিমানবন্দরেই আটকে রয়েছে বিমানটি।
 
বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেটি মেরামতির কাজ চলছে। আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার। আমরা হঠাত এই ধরণের গোলযোগের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওঠা গেলে শুক্রবারই বিমানটি রওনা দেবে। অন্যথায় শনিবার বিকল্প বিমানে যাত্রীদের যাতে মুম্বই ফেরানো যায় তার পরিকল্পনা চলছে। শুক্রবার যাত্রা করা সম্ভব না হলে রাতে যাত্রীদের থাকার জন্য হোটেলের ব্যবস্থাও করা হবে বিমান সংস্থার তরফে।
 
ক্ষুব্ধ যাত্রীরা জানিয়েছেন, ৩০০ জনেরও বেশি যাত্রীর জন্য একটি মাত্র শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। অথচ জল নেই, নেই খাবার।সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে, অথচ যাত্রীদের কম্বলও দেওয়া হয়নি। বিমানবন্দরে সিট না পেয়ে, মাটিতেই বসে অপেক্ষা করতে হয়েছে অনেককে। যাত্রীদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে বহু টাকা খরচ করে। যাত্রীদের শেয়ার করা ভিডিও কিংবা ছবিতে দেখা গিয়েছে বিমানবন্দরের সোফাতেই কোনও মতে ঘুমানোর চেষ্টা করছেন অনেকে।    
 
যদিও উড়ান সংস্থার মতে, যাত্রীদের হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু দু’দিনের বেশি সময় ধরে যাত্রীদের নানা অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। এজন্য দুঃখপ্রকাশ করেছে উড়ান সংস্থা।