• facebook
  • twitter
Monday, 14 April, 2025

ইজরায়েলে আটক ২ ব্রিটিশ সাংসদ, ফুঁসছে ব্রিটেন

সেই উদ্দেশ্যেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ব্রিটেনের দুই মহিলা সাংসদ। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির বক্তব্য, 'ব্রিটেন সরকারের লক্ষ্য যুদ্ধবিরতি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইজরায়েলে আটক ব্রিটেনের ২ সাংসদ। ইজরায়েলে ঢুকতেই দেওয়া হল না ব্রিটেনের দুই মহিলা সাংসদকে। ইউন ইয়ং এবং আবতিসাম মহম্মদ নামে দুই সাংসদকে বিমানবন্দরেই আটক করে তাঁদের পরের বিমানেই ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর।এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন এবং ইজরায়েলের কৃটনৈতিক সম্পর্ক চির ধরেছে। ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা কাম্য নয়, কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষমতাসীন লেবার পার্টির দুই সদস্য লন্ডন থেকে ইজরায়েলে গিয়েছিলেন। এই দুই মহিলা সাংসদকে ইজরায়েলে ঢুকতে পর্যন্ত দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু কী কারণে ২ সাংসদকে আটকানো হল, কেনই বা তাদের আবার পরের বিমানে ফেরত পাঠানো হল তা এখনো স্পষ্ট নয়।

হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে থামানোর চেষ্টা চালাচ্ছে ব্রিটেন। সূত্রের খবর, সেই উদ্দেশ্যেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ব্রিটেনের দুই মহিলা সাংসদ। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির বক্তব্য, ‘ব্রিটেন সরকারের লক্ষ্য যুদ্ধবিরতি। পণবন্দিদের মুক্তি এবং গাজা সংঘাতের অবসান। আমরা মনে করি আলোচনার মাধ্যমে সমাধানের পথ বার হবে। তবে দুই সাংসদকে যেভাবে আটকানো হল, তা আশাতীত।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজায় হানা দিয়েছিল ইজরায়েলি সেনা। তারপর যুদ্ধ রক্তপাত চলছেই। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইজরায়েল। গাজার পরিস্থিতি ভয়াবহ। গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রক গত মাসে পর পর হামলায় এখনও পর্যন্ত ১, ২৪৯ জনের মৃত্যু হয়েছে।