২৫ মে – কিশোরের নাম কার্লো আকুটিস। মাত্র ১৫ বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হয় সে। ১৮ বছর পর সেই কিশোরই ‘সন্ত’ হতে চলেছে। প্রয়াণের পর ‘ঈশ্বরের দূত’ হয়ে ওঠে সে। বিবিসি সূত্রে খবর, পোপ ফ্রান্সিস তার দ্বিতীয় ‘অলৌকিক’ কর্মকে স্বীকৃতি দেওয়ার পর সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে। তবে এটা এখনও নিশ্চিত নয় যে কবে তাঁকে এই উপাধি দেওয়া হবে।কার্লো আকুটিস যদি ‘সন্ত’ উপাধি পেয়ে যায় , তাহলে সে হবে ‘সহস্রাব্দের প্রথম সন্ত’।
দুটি ‘অলৌকিক’ ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তবেই কাউকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। কার্লো আকুটিসের ক্ষেত্রে হয়েছে, সুতরাং তা যে কেবল সময়ের অপেক্ষা তা নিশ্চিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, ২০২০ সালে কার্লোর নামে প্রথম ‘অলৌকিকত্ব’ শব্দটি যুক্ত হয়। জানা যায়, অগ্ন্যাশয়ের অসুখে আক্রান্ত ব্রাজিলের এক শিশুকে সুস্থ করতে ‘মরণোত্তর মধ্যস্থতা’ করেছিল কার্লো । এবার আবার ফ্লোরেন্সের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং তার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কার্লোর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একেও ‘অলৌকিক’ হিসেবে মেনে নিয়েছেন পোপ ফ্রান্সিস।
ইটালির মোনজায় মৃত্যু হয় কার্লোর। মৃত্যুর এক বছর পরে তার মরদেহ নিয়ে আসা হয় ইটালির অ্যাসিসিতে। সেখানেই সমাধিস্থ করা হয় কার্লোকে। লন্ডনে জন্মালেও এদেশেই শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছিল সে। কম্পিউটারের প্রতি তার ছিল অদম্য আগ্রহ। পরিবারের বাকিরা গির্জায় নিয়মিত না গেলেও কার্লো ছোটবেলা থেকেই ধার্মিক ছিল।একটি ওয়েবসাইট তৈরি করেছিল কার্লো। সেখানে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি ‘জ্ঞাত অলৌকিক’ ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে রাখা হত। প্রয়াণের পর ‘ঈশ্বরের দূত’ হয়ে ওঠে সে। আজ কার্লোর ওয়েবসাইটে প্রকাশিত বিবরণ নানা ভাষায় অনূদিত হয়। এবার যদি ‘সন্ত’ উপাধি পেয়ে যায় কার্লো, তাহলে তা হবে ‘সহস্রাব্দের প্রথম সন্ত’।