নেপলস, ২২ মে– এক-দুই নয় একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস৷ মঙ্গলবার মধ্যরাতে রাতে ভূমিকম্প অনুভূত হয়৷ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে৷ এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার৷ ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প৷ বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাডি়ঘর খালি করে দেওয়া হয়৷ বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল৷