ওমান, ১৭ জুলাই – ওমানের মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে নিখোঁজ ১৩ জন ভারতীয়। জানা গেছে, ওই ট্যাঙ্কারে মোট ১৬ জন নাবিক ছিলেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বা সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, কমোরসের পতাকাবাহী প্রেস্টিজ ফ্যালকন নামে তেলের ট্যাঙ্কারটি ওমান উপকূলে উল্টে যায়। ১৩ জন ভারতীয় এবং ৩ জন শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। দিন-রাত তল্লাশি চালানো হলেও, এখনও খোঁজ মেলেনি তাঁদের।