• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে ঘুমের মধ্যেই জীবন্ত সমাধি শতাধিকের

পোর্ট মোর্সবে, ২৪ মে– এমন ভয়াবহ ভূমিধসের শিকার হল পাপুয়া নিউগিনি যে আর কখনও ঘুম থেকেই ওঠা হবে না প্রায় ১০০ গ্রামবাসীর৷ ভয়ঙ্কর ভূমিধসের শিকার পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রাম৷ প্রকৃতির রুদ্ররোষে শতাধিক মানুষের মৃতু্যর আশঙ্কা করা হচ্ছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ধস নামে ওই গ্রামে৷ তখন কাওকালামের বেশিরভাগ মানুষই ঘুমের দেশে৷

পোর্ট মোর্সবে, ২৪ মে– এমন ভয়াবহ ভূমিধসের শিকার হল পাপুয়া নিউগিনি যে আর কখনও ঘুম থেকেই ওঠা হবে না প্রায় ১০০ গ্রামবাসীর৷ ভয়ঙ্কর ভূমিধসের শিকার পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রাম৷ প্রকৃতির রুদ্ররোষে শতাধিক মানুষের মৃতু্যর আশঙ্কা করা হচ্ছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ধস নামে ওই গ্রামে৷ তখন কাওকালামের বেশিরভাগ মানুষই ঘুমের দেশে৷ ফলে প্রাণ বাঁচানোর জন্য ঘরের বাইরে বেরোনোর সুযোগটুকুও পায়নি ওই ১০০ জন৷ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গোটা গ্রাম মাটির তলায় চলে যায়! এখন গোটা কাওকালাম জুড়ে শুধুই স্বজনহারাদের কান্না ও হাহাকার৷
শুক্রবার ভয়াবহ এই ঘটনা প্রসঙ্গে জানায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন৷ কাওকালাম গ্রামটি পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে ৬০০ কিমি উত্তরে অবস্থিত৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ধস নামে ওই গ্রামে৷ তখন গোটা গ্রামের মানুষ ঘুমে আচ্ছন্ন ছিলেন৷ ফলে কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে যায়৷ এই ঘটনায় অন্তত শতাধিক মানুষের আশঙ্কা করছে প্রশাসন৷ তবে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই জানাচ্ছেন স্থানীয়রা৷ মাটির নিচ থেকে দেহ উদ্ধার করতে শুরু করেছে উদ্ধারকারী দল৷ জোর কদমে চলছে উদ্ধারকাজ৷ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন৷
ইতিমধ্যেই এই ভূমিধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রা৷ ধ্বংসাবশেষ থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ ভূমিধসের কবলে পড়া লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ এই বিপর্যয় নিয়ে ‘পোর্গেরা উইমেন ইন বিজনেস অ্যাসোসিয়েশনে’র প্রেসিডেন্ট এলিজাবেথ লারুমা জানিয়েছেন, “পাহাড় ধসে গিয়ে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ যখন সব মানুষ ঘুমাচ্ছিলেন তখন গোটা গ্রাম তলায় চলে যায়৷ এই ঘটনায় একশোর উপর মানুষের মৃতু্যর আশঙ্কা করা হচ্ছে৷ ঘুমের মধ্যেই জীবন্ত সমাধি হয়েছে তাঁদের৷”