• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

বিমান মাটি ছেড়ে আকাশে ওঠার মুখেই মৃত্যু এক বিমান কর্মীর

৭ জানুয়ারি – বিমান মাটি ছেড়ে আকাশে ওঠার মুখেই মৃত্যু হল এক বিমান কর্মীর।  যাত্রীরা তখন সকলে উঠে পড়েছেন। বিমানের দরজাও বন্ধ হয়ে গিয়েছে।  মাটি ছেড়ে‌ আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে যাত্রীদের সামনেই মৃত্যু হল বিমানকর্মীর। ঘটনাটি ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের। লন্ডন থেকে হংকংয়ের দিকে যাচ্ছিল ওই বিমান। সেই বিমানে ছিলেন ৫২ বছরের এক কর্মী। তাঁর নাম

প্রতীকী ছবি (Photo: iStock)

৭ জানুয়ারি – বিমান মাটি ছেড়ে আকাশে ওঠার মুখেই মৃত্যু হল এক বিমান কর্মীর।  যাত্রীরা তখন সকলে উঠে পড়েছেন। বিমানের দরজাও বন্ধ হয়ে গিয়েছে।  মাটি ছেড়ে‌ আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে যাত্রীদের সামনেই মৃত্যু হল বিমানকর্মীর। ঘটনাটি ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের। লন্ডন থেকে হংকংয়ের দিকে যাচ্ছিল ওই বিমান। সেই বিমানে ছিলেন ৫২ বছরের এক কর্মী। তাঁর নাম বিমান সংস্থার তরফে প্রকাশ করা হয়নি  । বিমানে যাত্রীদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখার দায়িত্বে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, বিমান রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে মাথা ঘুরে পড়ে যান । বিমানচালক সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেন। তাঁরা এসে পৌঁছনোর আগে বিমানের এক যাত্রী ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু  কোনও লাভ হয়নি। বিমানের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।

বিমানকর্মীর মৃত্যুর কারণে  স্বাস্থ্য সংক্রান্ত জরুরি  কারণ দেখিয়ে ওই বিমান বাতিল করে দেওয়া হয়। তবে মৃত বিমানকর্মীর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে আগে থেকে তাঁর তেমন কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল না। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এই নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের দু’জন বিমানকর্মীর মৃত্যু হল। গত ২৩ ডিসেম্বর ওই সংস্থাতেই কর্মরত আরও এক জন ৫২ বছর বয়সি কর্মীর দেহ উদ্ধার করা হয় হোটেলের ঘর থেকে। সে ক্ষেত্রেও লন্ডনগামী একটি বিমান বাতিল করতে হয়।