ফের বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: এলন মাস্ক নন, ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট। গত সোমবার পুঁজিবাজারের লেনদেন শেষে মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপর দিকে আর্নল্টের সম্পদ ছিল ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। এবার সেই ধনকুবের এলন মাস্ককে হারিয়ে এক নম্বরে উঠে এলেন লুই ভিটো (এলভিএমএইচ)-র চেয়ারম্যান।

শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশ, এদিকে টেসলার শেয়ার পড়েছে ১৩ শতাংশ। সেখানেই বাজিমাত করে দিয়েছেন আর্নল্ট। বর্তমানে এলভিএমএইচের বাজারমূল্য ৩৮৮.৮ বিলিয়ন ডলার।

ফোর্বসের তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বার্নাড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ২০৭.৮ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারে পতন হওয়ার জন্যই বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান থেকে একধাপ নেমে গিয়েছেন এলন মাস্ক। তবে এই সময়ে টেসলা কর্তা মাস্কের মোট সম্পত্তির পরিমাণও বেড়েছে। তাঁর এখন মোট সম্পদের পরিমাণ ২০৪.৫ বিলিয়ন ডলার।


প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন আর্নল্ট। এলন মাস্কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন তিনি। শেষ পর্যন্ত মাস্ককে টেক্কা দিয়ে দিলেন তিনি। লুই ভিটো, ময়েট অ্যান্ড শ্যাডঁ-র মতো ব্র্যান্ড সাম্রাজ্যের মালিক আর্নল্ট। রয়েছে ডিওর, টিফিনি অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি।