• facebook
  • twitter
Friday, 25 April, 2025

ইউক্রেনের শিশুদের জন্য ১০ কোটি ডলার, নিলাম করলেন নিজের নোবেল পদক

রাশিয়ার ইউক্রেনের উপর হামলা এবং তার উপর খবর করার অপরাধেই পুতিনের সরকার তার খবরের কাগজ বন্ধ করিয়ে দেন এই বছরের মার্চ মাসে। কালি-হামলা দিমিত্রির উপর।

রাশিয়ার সাংবাদিক তথা রাশিয়ার সংবাদপত্র ‘নোভায়া গাজেতা’র সম্পাদক দিমিত্রি মুরাটোভ। রাশিয়ার ইউক্রেনের উপর হামলা এবং তার উপর খবর করার অপরাধেই পুতিনের সরকার তার খবরের কাগজ বন্ধ করিয়ে দেন এই বছরের মার্চ মাসে। কালি-হামলা দিমিত্রির উপর।

গত বছর ২০২১-এ তিনি ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন। যা নিলাম করে প্রায় ১০ কোটি ৩৫ লক্ষ ডলার পেয়েছেন তিনি। ইউক্রেনের শিশুদের জন্য সে টাকা খরচ হবে।

নোবেল পুরস্কার পেয়ে তিনি তা উৎসর্গ করেছিলেন,রাশিয়ায় খবর সংগ্রহ করতে গিয়ে ২০০০ সালে খুন হওয়া তার ছয় সহকর্মীকে।

শুধু তাই নয় পুরস্কারে পাওয়া অর্থও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন দিমিত্রি।

রয়টার্স সংবাদসংস্থার সূত্রের খবর, নিলামে ১০ কোটি ৩৫ লক্ষ ডলার পদকের দাম উঠেছে। নোবেল পুরস্কার নিলামের ক্ষেত্রে যা সর্বকালীন রেকর্ড। এর আগে যা ছিল পাঁচ লক্ষ ডলার।