ওয়াশিংটন, ২৮ ফেব্রুয়ারি: আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলে প্রার্থী হিসেবে নাম উঠে আসছে মিশেল ওবামার। প্রেসিডেন্টের দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেক পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ফার্স্ট লেডি। ফলে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের লড়াইয়ের পথ মসৃণ হবে না বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। জনপ্রিয়তার নিরিখে ডেমোক্র্যাট দলে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সহধর্মিনী।
সম্প্রতি এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে, ৪৮ শতাংশ ডেমোক্র্যাট সমর্থকরা বাইডেনের বিকল্প কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন। আর সেই বিকল্পদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মিশেল ওবামা। তিনি ২০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিভিন্ন স্তর থেকে মিশেল ওবামার কাছে বারবার অনুরোধ এসেছে। তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুরোধও জানানো হয়েছে। তবে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীর তরফে এই বিষয়ে কোনও ইতিবাচক সঙ্কেত মেলেনি।