কালীপুজোতেও কি ভাসতে চলেছে বঙ্গ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি গতি ছিল দানার, যার জেরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার পুরো দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় কলকাতা সহ-রাজ্যের উপকূলবর্তী এলাকায়। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়।

রবিবারও কলকাতা সহ-রাজ্যের জেলায় জেলায় দেখা মিলেছে ঝকঝকে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে কালীপুজোতে কেমন থাকবে আবহাওয়া? ঝকঝকে আকাশের কি দেখা মিলবে, নাকি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কালীপুজোর দিন অর্থাৎ ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।


দক্ষিণের পাশাপাশি উত্তরের পাঁচটি জেলাতেও রয়েছে কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কাল অর্থাৎ সোমবার থেকে ৭২ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গেও।