উত্তরবঙ্গের তিন জেলায়, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সর্তকতা

নিজস্ব প্রতিনিধি, ১৩ জুন– বন্যার আশঙ্কার মধ্যেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। জারি করা হল লাল সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং-কালিম্পঙের বিভিন্ন এলাকায় পর্যটকদের ভিড় রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতর তাদের বিবৃতিতে সতর্কতা জারি করেছে এই দার্জিলিং ও কালিম্পঙের জন্য। বৃহস্পতি ও শুক্রবার দুই জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্যই দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি রাস্তায় ধসও নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। জলপাইগুড়িতেও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আবহাওয়া দফতরের ওই সতর্কবার্তায় এছাড়াও বিশেষভাবে বলা হয়েছে, তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশের মতো নদীর জলস্তরের কথা।

আবহবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, পাহাড়ি এই নদীগুলির জলস্তর আগামী কয়েকদিনে বাড়তে পারে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার পর থেকেই টানা বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেই বৃষ্টিতে ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে বহু পাহাড়ি নদী। যা থেকে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নদী সংলগ্ন এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তায় আশঙ্কা আরও বেড়েছে। কারণ, তাতে স্পষ্ট, উত্তরবঙ্গে পরিস্থিতির উন্নতির আশা এখনই নেই। বরং আরও সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙের পরিস্থিতি। শুক্রবার প্রবল ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। এছাড়া কালিম্পং এবং জলপাইগুড়িতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। এর পাশাপাশি শুক্রবার কোচবিহার এবং দার্জিলিঙে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সতর্ক করা হয়েছে, এই এলাকায় বসবাসকারী এবং পর্যটকদের। তাঁদের ধসপ্রবণ এলাকায় যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে জল জমেছে, এমন এলাকাও।

ভারী বৃষ্টির কারণ ব্যাখ্যা করে আবহবিদেরা জানিয়েছেন, বিহার থেকে হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গের জেলা হয়ে আসম এবং নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এর পাশাপাশি বিহারের কেন্দ্রে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা ওই নিম্নচাপের সঙ্গে মিলে উত্তরবঙ্গের উপরে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শুক্রবারের পরে শনি, রবি এবং সোমবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এই চার জেলার পাশাপাশি ঝাড়গ্রাম এবং বীরভূমেও। তবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।