• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিদু্যৎ বিভ্রাট নিয়ে বিদু্যৎমন্ত্রীর ভৎর্‌সনা সিইএসসিকে

নিজস্ব প্রতিনিধি — পঞ্চাশ বছরের রেকর্ড ছাড়িয়েছে কলকতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ এর মধ্যেই শহর এবং শহরতলির একাধিক জায়গায় লোডশেডিং হয়েছে৷ রবিবার ছুটির দিন একাধিক সিইএসসি বিদু্যৎ বিভ্রাটর খবর পাওয়া গিয়েছে৷ লোকসভা ভোটের প্রচার জোরকদমে চলছে৷ এর মধ্যে এই লোডশেডিং মানুষকে বিপাকে ফেলেছে৷ এই পরিস্থিতি নিয়ে বিদু্যৎ উন্নয়ন ভবনে সিইএসসি-রে উচ্চপদস্থ আধিকারদের নিয়ে বৈঠক করলেন বিদু্যৎমন্ত্রী অরূপ

নিজস্ব প্রতিনিধি — পঞ্চাশ বছরের রেকর্ড ছাড়িয়েছে কলকতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ এর মধ্যেই শহর এবং শহরতলির একাধিক জায়গায় লোডশেডিং হয়েছে৷ রবিবার ছুটির দিন একাধিক সিইএসসি বিদু্যৎ বিভ্রাটর খবর পাওয়া গিয়েছে৷ লোকসভা ভোটের প্রচার জোরকদমে চলছে৷ এর মধ্যে এই লোডশেডিং মানুষকে বিপাকে ফেলেছে৷ এই পরিস্থিতি নিয়ে বিদু্যৎ উন্নয়ন ভবনে সিইএসসি-রে উচ্চপদস্থ আধিকারদের নিয়ে বৈঠক করলেন বিদু্যৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷ উপস্থিত ছিলেন সিইএসসি-এর ম্যানেজিং ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর (জেলা, টেকনিক্যাল, সাপলাই), বিদু্যৎ সচিব শান্তনু বসু প্রমুখ৷ এই অসহনীয় গরমে বিদু্যৎ পরিষেবার ক্ষেত্রে যাতে মানুষের কোনওরকন অসুবিধে না হয়, সেদিকে দ্রুততার সঙ্গে নজর দিতে বৈঠকে নির্দেশ দিলেন বিদু্যৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ৪১ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে৷ এর মধ্যে সিইএসসি এলাকায় পাওয়ার কাট হচ্ছে৷ বিদু্যৎ বিভ্রাটের জন্য যাতে কারও কষ্ট না হয়, সেদিকে নজর দিতে বলেন মন্ত্রী৷ একই সঙ্গে সিইএসসি কর্তৃপক্ষকে আরও দ্রুত পরিষেবা পেঁৗছে দেওয়ার নির্দেশ দেন তিনি৷ ‘টেকনিক্যল ফল্ট’ হলে সিএএসসি-এর কাছে যে একশোটি জেনারেটর আছে, তা দিয়ে দ্রুত বিদু্যৎ পরিষেবা চালু করতে নির্দেশ দেন মন্ত্রী৷ সেই সঙ্গে সিইএসসিকে আরও ম্যানপাওয়ার ও মোবাইল ভ্যান বাড়ানোর নির্দেশ দেন বিদু্যৎমন্ত্রী৷