ফের পারদ ঊর্ধ্বগামী, এগিয়ে আসতে পারে বর্ষা

নিজস্ব প্রতিনিধি — গত সপ্তাহে বৃষ্টির দাপটে হার মেনেছিল তাপমাত্রা৷ নতুন সপ্তাহ পড়তেই ফের চড়তে শুরু করেছে পারদ৷ ফের তাপপ্রবাহ শুরু হবে রাজ্যের বিভিন্ন জেলায়৷ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহর কলকাতায় আগামী ২ ঘন্টায় ধাপে ধাপে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে৷ পূর্ব-মধ্য বঙ্গোসাগরের সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী বর্ষা এগিয়ে আসতে পারে৷

সাধারণ নিয়মে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে বর্ষা৷ এবার আগামী ১৯ তারিখের মধ্যেই মৌসুমী বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার সম্ভাবনা বাড়ছে৷ কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ২৬ মে’র মধ্যে৷ তার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা দেশের পূর্বাঞ্চলের রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা৷

আবহাওয়া দফতরের পূর্বাবাস অনুযায়ী মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে ঘূর্ণির্‌ঝড়৷ আগামী ২০ মে থেকে যার গতিপ স্পষ্ট হতে শুরু করবে৷ কয়েক বছর আগেই মে-জুন মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দিন কাটাতে হত দক্ষিণবঙ্গবাসীকে৷ কখনও ইয়াস, কখনও আমফান দক্ষিণ চব্বিশ পরগণা থেকে শুরু করে মেদিনীপুর জেলাকে তছনছ করে দিত৷ ঝড়ের আক্রমণ থেকে বাদ যেত না কলকাতাও৷ এবার সেরকমই সাইক্লোন জন্ম নিচ্ছে বলে জানা গিয়েছে৷ যার নাম রিমাল৷


তবে আগামী সপ্তাহের আগে রিমালের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে না৷ তবে এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, আগামী ২৪ মে, সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি সঞ্চয় করে অতিভারী সাইক্লোনের আকার নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের ভূ-ভাগে আছড়ে পড়তে চলেছে৷ আশঙ্কা করা হচ্ছে, ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটা থেকে দুটো লঘু নিম্নচাপ সৃষ্টি হতে পারে৷ যা মে মাসের তৃতীয় সপ্তাহের আগেই নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেবে৷