• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিঘায় সতর্কতা জারি প্রবল

ইয়াসের ঘা এখনও শুকোয়নি। তার মধ্যে ফের প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা দিঘা উপকুলে সতর্কতা জারি করে মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে মাইকিং চলছে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

ফের ঝড়বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার থেকে ১৪ জুন পর্যন্ত দিঘাতে সতর্কতা জারি রয়েছে। ইয়াসের ঘা এখনও শুকোয়নি। তার মধ্যে ফের প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা দিঘা উপকুলে সতর্কতা জারি করে মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে মাইকিং চলছে।

আগামী ১৪ জুন পর্যন্ত মৎস্যজীবীদের দিঘায় মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। কোটালের কারণে ঝড়বৃষ্টির আশঙ্কা। যেসব গ্রামে সামুদ্রিক জলােচ্ছ্বাসের কারণে জল ঢুকে পড়েছিল, ফের সেই সব গ্রামে জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তড়িঘড়ি চলছে বাঁধ মেরামতির কাজ।