নিজস্ব প্রতিনিধি– সোমবার থেকেই আবার ভিজবে দক্ষিণবঙ্গ, যদিও দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার থেকেই৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে৷ তা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে৷ যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুডে় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিদেরা জানিয়েছেন৷
উল্লেখ্য, কয়েক দিনের সাময়িক স্বস্তির পরে আবার গরমে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ৷ হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে৷ তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ তবে রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে৷ যদিও গরম খুব কমবে না৷ সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ পুরো সপ্তাহ জুডে়ই ঝড়বৃষ্টি চলতে পারে৷ সেই সঙ্গে তাপমাত্রাও কমবে৷
তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হচ্ছে শনিবার থেকেই৷ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সব জেলাতেই৷ রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে৷ পাশাপাশি, প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ হাওয়া অফিস জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে৷ সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয়, তা হলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে৷ এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গে৷ নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আছডে় পড়ার আশঙ্কা রয়েছে কি না, সে দিকেও নজর রাখছেন আবহবিদেরা৷