দক্ষিণ ত্রিপুরা জেলায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। মুক্তি পাওয়ার দুই দিন পর ২৬ বছর বয়সী ওই যুবক বাড়িতে মারা যায়। এই ঘটনায় পাঁচজন পুলিশ কর্মীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে। নিহত বাদল ত্রিপুরা জেলার কালাদেপা এলাকার বাসিন্দা। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষ। এর প্রতিবাদে মনুবাজার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে রাস্তা অবরোধ করা হয়। বৃহস্পতিবার থানার কাছে একটি বিক্ষোভও দেখানো হয়। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ বাদলকে নির্যাতন করার জন্যই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় মানুষ ওই পুলিশকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। মানুবাজারের কাছে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধও করা হয়।