• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

কৃষকদের আন্দোলনে যোগ দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট, শম্ভু সীমান্তে ২০০ দিনে পা রাখল কৃষকদের আন্দোলন

কৃষকদের লাগাতার আন্দোলন চলছে দিল্লির শম্ভু সীমান্তে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লাগাতার আন্দোলন, অবস্থান চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা।শনিবার কৃষকদের এই আন্দোলনে যোগ দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। ‘আপনাদের মেয়ে সঙ্গে আছে’, এই বলে দেশের কৃষক ও কৃষক আন্দোলনের প্রতি নিজের সমবেদনা প্রকাশ করেন তিনি।

Paris: India's Vinesh Phogat and Cuba's Yusneylys Guzman Lopez (in blue) compete in the Women's Freestyle 50kg semi-final wrestling match at the 2024 Summer Olympics, in Paris, France, Tuesday, Aug. 6, 2024. (PTI Photo/Ravi Choudhary(PTI08_06_2024_000543A)

কৃষকদের লাগাতার আন্দোলন চলছে দিল্লির শম্ভু সীমান্তে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লাগাতার আন্দোলন, অবস্থান চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা।শনিবার কৃষকদের এই আন্দোলনে যোগ দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। ‘আপনাদের মেয়ে সঙ্গে আছে’, এই বলে দেশের কৃষক ও কৃষক আন্দোলনের প্রতি নিজের সমবেদনা প্রকাশ করেন তিনি।

 

কৃষকদের দিল্লি অভিযান আটকাতে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ শম্ভু সীমান্ত। শম্ভু সীমান্তে কৃষকদের এই লাগাতার আন্দোলন পা রেখেছে ২০০ দিনে। সেই উপলক্ষে এদিন সমাবেশের আয়োজন করা হয় । শনিবার সেখানে যোগ দেন কুস্তিগির ভিনেশ ফোগাটও। তাঁকে অভিনন্দন জানান অবস্থানরত কৃষকরা। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে ভিনেশ বলেন, “আমি ভাগ্যবান যে কৃষক পরিবারে জন্মেছি। আমি জানাতে চাই, আপনাদের মেয়ে সঙ্গে আছে। আমাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে, কারণ আর কেউ আমাদের জন্য এগিয়ে আসবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের দাবি সফল হোক। যতদিন না সফল হচ্ছে, ততদিন ফিরবেন না।” কৃষকদের প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে খনৌরি এবং রতনপুরা সীমান্তেও। 

ভিনেশ এর পর আরও বলেন, , “২০০ দিন ধরে কৃষকরা এখানে অধিকার আদায়ের জন্য বসে আছেন। আমি সরকারের কাছে আবেদন করব, তাঁদের দাবি পূরণ করার জন্য। ২০০ দিন ধরে তাঁদের কথায় কর্ণপাত করা হয়নি। সেটা ভাবতেই কষ্ট হয়। কিন্তু এঁরাই আমাদের শক্তি ।” 

প্রসঙ্গত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষক সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংযুক্ত কিসান মোর্চার দাবি, এমএসপি নিয়ে চাষিদের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র। কৃষকদের আন্দোলনের জেরেই চলতি বছরের লোকসভা ভোটে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের বহু গ্রামীণ কেন্দ্র হারিয়েছে বিজেপি। 

প্যারিস অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠেও ওজন বিতর্কে ভিনেশ ফোগাটকে বাতিল করা হয়। কিন্তু দেশে ফিরে তিনি ‘চ্যাম্পিয়ন’-এর সম্মান পেয়েছেন। তিনি কংগ্রেস যোগ দি্তে চলেছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর হুডার সঙ্গে সাক্ষাতের পর তা আরও জোরদার হয়েছে। সামনেই হরিয়ানার ভোট। তার আগে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে কৃষক আন্দোলনে ভিনেশের যোগদান নিয়ে উৎসুক রাজনৈতিক মহল।