• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

 কর্পোরেশনের সন্দীপ ঘোষ কে? বিক্ষোভে ইঞ্জিনিয়াররা

কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করল ‘কে এম সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশ।’ তাঁদের কথায়, “আরজি করের মত কলকাতা পুরসভাতেও সন্দীপ ঘোষেরা ঘুরে বেড়াচ্ছে।“ বৃহস্পতিবার এই অভিযোগকে সামনে রেখেই কলকাতা পুরসভার ‘চিফ ম্যানেজার পার্সোনাল’-এর ঘরের সামনে বিক্ষোভ দেখান বামপন্থী ইঞ্জিনিয়াররা। খাঁচায় টিয়া পাখি বন্দী করে অভিনব কায়দায় প্রতিবাদ চলে এদিন। চিফ ম্যানেজার পার্সোনাল বিভাগ সৈকত দাশগুপ্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। সৈকতের পদত্যাগের দাবি জানিয়ে প্লাকার্ড হাতে, খাঁচায় টিয়া পাখি বন্দী করে পুরসভা জুড়ে প্রত্যেক বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন।

কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করল ‘কে এম সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশ।’ তাঁদের কথায়, “আরজি করের মত কলকাতা পুরসভাতেও সন্দীপ ঘোষেরা ঘুরে বেড়াচ্ছে।“ বৃহস্পতিবার এই অভিযোগকে সামনে রেখেই কলকাতা পুরসভার ‘চিফ ম্যানেজার পার্সোনাল’-এর ঘরের সামনে বিক্ষোভ দেখান বামপন্থী ইঞ্জিনিয়াররা। খাঁচায় টিয়া পাখি বন্দী করে অভিনব কায়দায় প্রতিবাদ চলে এদিন। চিফ ম্যানেজার পার্সোনাল বিভাগ সৈকত দাশগুপ্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। সৈকতের পদত্যাগের দাবি জানিয়ে প্লাকার্ড হাতে, খাঁচায় টিয়া পাখি বন্দী করে পুরসভা জুড়ে প্রত্যেক বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা দাবি করেন, কলকাতা পুরসভায় অনেক সন্দীপ ঘোষ রয়েছেন। যারা ইঞ্জিনিয়ারদের প্রমোশন বিক্রি করে দিচ্ছেন। অভিযোগ, প্রকৃত যোগ্য ইঞ্জিনিয়ারদের নিয়ম মেনে পদোন্নতি করা হচ্ছে না। বদলে টাকার বিনিময়ে পুরসভায় প্রমোশন বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, এদিন মানস মারাত্বক অভিযোগ করে বলেন, “মেয়র বা মেয়র পরিষদ পুরসভা চালাচ্ছে না। আধিকারিকরা কলকাতা পুরসভা চালাচ্ছেন।” প্রমোশনের দাবিতে এবং গার্ডেন রিচ কাণ্ডে তিন জন ইঞ্জিনিয়ার দের সাসপেন্ড করার প্রতিবাদে এদিন সরব হন ‘কে এম সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা। কলকাতা পুরসভার ‘চিফ ম্যানেজার পার্সোনাল’ এর ঘরের সামনে বিক্ষোভ দেখান বামপন্থী ইঞ্জিনিয়াররা। তাঁদের দাবি, অবিলম্বে যোগ্যদের প্রমোশন দিতে হবে।