কলকাতা:- ত্বকের জন্য যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটির স্বাভাবিক ক্ষমতা রয়েছে ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার করার ও অতিরিক্ত তেল শোষণ করে নেওয়ার। ত্বক উজ্জ্বল করতে, ব্রণ, দাগছোপ কমাতে মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে, যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের রোজকার স্কিন কেয়ার রুটিনে মুলতানি মাটি রাখা খুব প্রয়োজনীয়। তাহলে জেনে নিন, তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি কী ভাবে ব্যবহার করবেন।
১)টমেটো ও মুলতানি মাটি-
একটা টমেটো পেস্ট করে নিন। এতে ২ টেবিল চামচ মুলতানি মাটি, ১ চা চামচ লেবুর রস দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টটি আপনার মুখে এবং গলায় লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুই বার এই প্যাক লাগাতে পারেন।
২)টক দই ও মুলতানি মাটি-
১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। পেস্টটি আপনার মুখে এবং গলায় লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই প্যাক লাগাতে পারেন।
৩)হলুদ ও মুলতানি মাটি-
হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ মুলতানি মাটি এবং পরিমাণমতো জল দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুই বার এই প্যাক ব্যবহার করতে পারেন।
৪)চন্দন ও মুলতানি মাটি-
একটি বাটিতে ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ চা চামচ চন্দন পাউডার এবং পরিমাণমতো জল নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি আপনার মুখে এবং গলায় লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই প্যাক লাগাতে পারেন।