দেওচা পাচামি প্রকল্পে কখনই সিঙ্গুরের পুনরাবৃত্তি চায় না রাজ্য সরকার। সেই কারণে এই প্রকল্পে জমিদাতাদের সম্মতি আদায় করতে পুনর্বাসন প্যাকেজ এখন পরিবারপিছু চাকরির সুযোগ দিতে চান মুখ্যমন্ত্রী। সোমবার এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে।
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা জানান, দেওচা পাচামি প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসনে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। জমিদাতাদের প্রতি পরিবারপিছু একজনকে জুনিয়র ও সিনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ৫১০০ টি পদের জন্য এদিনই অনুমোদন দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত ১৩৯ জন জমি দিতে রাজি হয়েছে। যাঁরা জমি দিতে চেয়েছেন, তাঁদের পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জমির বদলে জমি, ক্ষতিপুরণ নেওয়ারও সুযোগ থাকবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।