দিল্লি, ১৪ এপ্রিল– ২০ এপ্রিল রাহুল মামলার গতি নির্ধারণ। কিন্তু তার আগেই জানা গেল এই মামলার বিচারক আর পি মোগেরা ২০০৬ সালের তুলসীরাম প্রজাপতি ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আইনজীবী ছিলেন তিনি। ওই মামলা গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল। ২০১৪ পর্যন্ত তিনি শাহর হয়ে আদালতে সওয়াল করেন। সে সময় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে শুনানি চলছিল। পরে ২০১৮-র জানুয়ারিতে তিনি বিচারক হিসাবে নিযুক্ত হন। এক সংবাদপত্রের দাবি, শাহকে সশরীর হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি। কিন্তু তার পক্ষে কারণ না দর্শানোয় আদালত তাঁকে তিরস্কার করেছিল। রাহুলের শাস্তির ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে। তাই রায় রাহুলের বিরুদ্ধে গেলে বিচারক মোগেরার বিরুদ্ধে স্বার্থ-সংঘাতের প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ওই মামলায় চার্জশিটে প্রথমে শাহ-সহ আরও কয়েকজন রাজনীতিক, পুলিশ কর্তাদের নাম ছিল। পরে তাঁদের নাম চূড়ান্ত চার্জশিটে বাদ যায়।