অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার অ্যানিমিগনিপল্লে গ্রামের বাসিন্দা বিজয়া লক্ষ্মী। ব্যবসার কাজে কুয়ালালামপুরে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, শহরের ফুটপাথ দিয়েই হাঁটছিলেন বিজয়লক্ষ্মী, তাঁর স্বামী এবং ছেলে। আচমকা ফুটপাথের কংক্রিটের আবরণ ভেঙে যায়। মুহূর্তে ভূগর্ভস্থ নর্দমার জলে ভেসে যান বিজয়া লক্ষ্মী। খবর পাওয়া মাত্র উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। তাঁর বাঁচার সম্ভাবনা খুব কম বলে মনে করছে স্থানীয় প্রশাসন।