মালয়েশিয়ায় ফুটপাথের ওপরের কংক্রিটের ঢাকনা ভেঙে তলিয়ে গেলেন এক ভারতীয় মহিলা। নিজের ব্যবসার কাজে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হল তাঁকে। ফুটপাথ দিয়ে হাঁটার সময় আচমকাই ফুটপাথ ধসে নর্দমায় পড়ে যান ওই মহিলা। তাঁর স্বামী ও সন্তানের সামনেই চোখের নিমেষে জলের স্রোতে ভেসে চলে যান ওই মহিলা। প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও এখনও পর্যন্ত নিখোঁজ মহিলা। কুয়ালালামপুরের প্রশাসনিক কর্তাদের আশঙ্কা , ওই মহিলার মৃত্যু হয়েছে ।
এই ঘটনায় তৎপর হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যে মালয়েশিয়া প্রবাসী তেলেগুভাষীদের দুর্ঘটনাগ্রস্ত পরিবারটিকে সাহায্যের জন্য অনুরোধ করেছেন তিনি। রাজ্যের মানবাধিকার মন্ত্রী নারা লোকেশ গোটা বিষয়টির নজর রাখছেন ।
অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার অ্যানিমিগনিপল্লে গ্রামের বাসিন্দা বিজয়া লক্ষ্মী। ব্যবসার কাজে কুয়ালালামপুরে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, শহরের ফুটপাথ দিয়েই হাঁটছিলেন বিজয়লক্ষ্মী, তাঁর স্বামী এবং ছেলে। আচমকা ফুটপাথের কংক্রিটের আবরণ ভেঙে যায়। মুহূর্তে ভূগর্ভস্থ নর্দমার জলে ভেসে যান বিজয়া লক্ষ্মী। খবর পাওয়া মাত্র উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। তাঁর বাঁচার সম্ভাবনা খুব কম বলে মনে করছে স্থানীয় প্রশাসন।