• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আরাবুলকে ১০ দিনের পুলিশ হেফাজত দিল আদালত

কলকাতা, ৯ ফেব্রুয়ারি: গতকালই গ্রেপ্তার হয়েছেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় গতকাল তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হয়। শুনানির পর আরাবুলকে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে বারুইপুর আদালত। উল্লেখ্য, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় গতকালই তাঁকে বিজয়গঞ্জ বাজার থানায় ডেকে পাঠায় পুলিশ। সেখানে

কলকাতা, ৯ ফেব্রুয়ারি: গতকালই গ্রেপ্তার হয়েছেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় গতকাল তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হয়। শুনানির পর আরাবুলকে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে বারুইপুর আদালত।

উল্লেখ্য, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় গতকালই তাঁকে বিজয়গঞ্জ বাজার থানায় ডেকে পাঠায় পুলিশ। সেখানে এই প্রাক্তন বিধায়ককে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে গ্রেপ্তার করে বিজয়গঞ্জ বাজার থানা। এরপর গতকাল রাতেই রাজ্য পুলিশের গোয়েন্দারা তাঁকে লালবাজারে নিয়ে আসে।