এক দিনের ক্রিকেটের ফরম্যাট বদল নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। এ বার সরব হলেন সচিন তেন্ডুলকরও। তাঁর মতে, এক দিনের ক্রিকেট ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। ফরম্যাট বদলের দাবি তুলেছেন তিনি। কী ভাবে আগামিদিনে খেলা হওয়া উচিত, সেটাও বলে দিয়েছেন সচিন। তাঁর কথায়, “শ্রীলঙ্কায় একটা প্রতিযোগিতা খেলতে গিয়েছিলাম। সেখানে ১১৮ ওভার খেলা হওয়ার পরেও কোনও ফলাফল হয়নি। প্রথম দিন শ্রীলঙ্কা ব্যাট করার পর আমরা ১০ ওভার ব্যাট করি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনেও ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টিতে। ১১৮ ওভার খেলার পরেও কোনও ফলাফল পাওয়া যায়নি। নতুন ফরম্যাটে, যদি দু’টি দল অন্তত ২৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়, তা হলে একটা সামঞ্জস্য থাকবে। এখন খেলাটা খুব প্রত্যাশিত হয়ে যাচ্ছে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে দারুণ কিছু ঘটছে না। কেউ নজর কাড়তে পারছে না।”
সচিনের মতে, এক দিনের ক্রিকেটে স্পিনাররাও খুশি হতে পারছেন না। তাঁর কথায়, “কয়েক জন স্পিনারের সঙ্গে কথা বলেছি। বৃত্তের মধ্যে পাঁচ জন ফিল্ডার থাকার সময় ওদের মানসিকতা কেমন থাকে সেটা জানার চেষ্টা করছিলাম। ওরা বলল, সেই সময় লাইন পরিবর্তন করতে পারে না। তাতে বিরাট মূল্য চোকাতে হবে। ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা করতে হয়।”