• facebook
  • twitter
Monday, 14 April, 2025

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা!

ভারত:- আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে ফাইনালে হারের পর থেকেই তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছি‌ল। সূত্রের খবর, সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, রোহিত শর্মাকে আর হয়ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেলতে দেখা যাবে না। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৪৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে রোহিত রান করেছেন ৩৮৫৩ রান। রোহিতের পর

ভারত:- আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে ফাইনালে হারের পর থেকেই তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছি‌ল। সূত্রের খবর, সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, রোহিত শর্মাকে আর হয়ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেলতে দেখা যাবে না। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৪৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে রোহিত রান করেছেন ৩৮৫৩ রান। রোহিতের পর টি২০-তে চারজন ওপেনার তৈরি আছেন। শুভমান গিল, যসশ্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াড এই চারজনই পুরোপুরি তৈরি টি২০ ফর্ম্যাটে। ফলে রোহিত টি২০ থেকে অবসর নিলেও খুব একটা সমস্যার হবে না। নিজের কেরিয়ারকে চোট মুক্ত রাখার জন্য এবং আরও ফিট থাকতে টি২০ থেকে আগেই নিজেক গুটিয়ে ‌নিয়েছেন রোহিত। সুদূর অতীতে হয়ত আনুষ্ঠানিকভাবে অবসরও ‌নিয়ে নেবেন। আগামী ১ বছরে সাতটি টেস্ট ম্যাচ খেলতে হবে। তার উপর আইপিএল আছে। ফলে নিজের উপর ঝকল কমাতে টি২০ আন্তর্জাতিক থেকে সরে যেতে চাইছেন রোহিত। জানা গিয়েছে, বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের ভার থাকে হার্দিক পাণ্ডিয়ার উপরে। সূত্রের খবর, মনে করা হচ্ছে আগামী বছর টি২০ বিশ্বকাপে তাঁর উপরই থাকবে নেতৃত্বের দায়িত্ব। বোর্ড সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে তাতে আপাতত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস রোহিতের। সব ঠিকঠাক থাকলে তাঁর নেতৃত্বেই খেলবে দল।