ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ পরিকল্পনা নিয়েছেন লালকেল্লা ময়দানে। ১৫ আগস্ট লালকেল্লায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে অলিম্পিক্সে অংশ নেওয়া মোট ১১৭ জন খেলোয়াড়কে। এখানে প্রধানমন্ত্রী পদকজয়ী নীরজ চোপড়া, মনু ভাকের, সরবজোৎ সিং সহ অন্যান্যদের সঙ্গে দেখা করবেন এবং ওই দিনে তাঁরাই হবেন প্রধান অতিথি। ইতিমধ্যেই অলিম্পিক্সে ভারতের হয়ে অংশ নেওয়া প্রতিনিধিদের প্রশংসা করেছেন তিনি। শুভেচ্ছা জানাতেও ভুল করেননি। তিনি বলেছেন, সবাই চেষ্টা করেছে নিজের সেরাটা উপহার দিয়ে দেশকে সম্মানিত করতে। হয়তো সেইভাবে বেশি সংখ্যক পদক না আসেলেও দেশ গর্বিত ভারতের প্রতিযোগীদের জন্য। আগামী দিনে অবশ্যই তার ফলাফল দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন দেশবাসী।
অলিম্পিক্স চলাকালীন পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজে ফোনে কথা বলেছেন। তাঁদের ধন্যবাদও দিয়েছেন। আর এবারে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে দেখা করবেন। ভারতের প্রতিনিধিরা মাত্র ৬টি পদক আনতে পেরেছে দেশে। গত টোকিও অলিম্পিক্স গেমসে সোনাজয়ী নীরজ চোপড়া এবারে প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক পেয়েছেন। শুটিংয়ে মনু ভাকের দু’টি পদক পান। তার মধ্যে একটি ছিল মিক্সড ইভেন্ট। এই ইভেন্টে জুটি হয়েছিলেন সরবজ্যোৎ সিং। সপ্নিল কুসালেও ব্রোঞ্জ পদক এনেছেন শুটিংয়ে। ৬টি পদকের মধ্যে শুটিং থেকেই এসেছে তিনটি পদক। একটি পদক আসে জ্যাভলিন থ্রো থেকে। আর একটি পদক এসেছে কুস্তিতে। আর অন্য একটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতের পুরুষ হকি দল। তবে এখনও পর্যন্ত কুস্তিগির ভিনেশ ফোগতের ভাগ্য কোনদিকে ঘুরবে, তা স্পষ্ট হয়নি। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ৫০ কেজি বিভাগ থেকে বাতিল হয়ে যান ভিনেশ। আর এবারে ৬টি ইভেন্টে ভারত চতুর্থ স্থান পেয়েছে। একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে। তাই সেই পদকগুলি যদি ভারতের প্রতিযোগীরা পেতেন, তাহলে ভারত পদক তালিকায় ভালো জায়গায় পৌঁছে যেত। অলিম্পিক্সে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী তাঁদের উৎসাহ দেওয়ার কথা ভাবছেন।