• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

‘মণিপুরে দ্রুত শান্তি ফিরে আসবে’, ঘরছাড়াদের আশ্বস্ত করল সুপ্রিম কোর্ট

চূড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে গৃহহীনদের উদ্দেশে বিচারপতি গাভাই বলেন, ‘শীঘ্রই মণিপুরে শান্তি ফিরবে। আমরা জানি আপনারা সবাই একটি কঠিন সময় কাটিয়েছেন।'

ফাইল চিত্র

মণিপুরের প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ত্রাণ শিবির পরিদর্শনে শনিবার সেখানে পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির প্রতিনিধিদল। বিচারপতি বিআর গাভাইযের নেতৃত্বে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি এমএম সুন্দরেশ, বিচারপতি কেভি বিশ্বনাথন, বিচারপতি এন কোটিশ্বর সিং মণিপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধিদল মনে করছেন মণিপুরে খুব দ্রুত শান্তি ফিরে আসবে।

চূড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে গৃহহীনদের উদ্দেশে বিচারপতি গাভাই বলেন, ‘শীঘ্রই মণিপুরে শান্তি ফিরবে। আমরা জানি আপনারা সবাই একটি কঠিন সময় কাটিয়েছেন। কিন্তু সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতি মিটে যাবে।’ মণিপুরবাসীকে সংবিধানের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধিদল। বিচারপতি গাভাই জানিয়েছেন ‘রাজ্যে যাতে সম্পূর্ণভাবে শান্তি ফিরে আসে তা নিশ্চিত করবে সংবিধান। একদিন আমরা ঠিক এই পরিস্থিতি কাটিয়ে উঠব।’

মণিপুরে চলমান জাতিগত হিংসায় ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করতে শনিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুর সফর করেছেন। বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য বিচারপতি এন কোটিশ্বর সিং এই সফরকে একটি ‘উল্লেখযোগ্য’ ঘটনা হিসাবে বর্ণনা করেছেন।বিচারপতি কোটিশ্বর সিং শান্তি বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্ট সফর একটি উল্লেখযোগ্য বিষয়। আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের অতীতের ট্র্যাজেডির মধ্যে বাস করা উচিত নয়।এতে সময় লাগতে পারে, কিন্তু আমাদের অবশ্যই আশাবাদী ও ইতিবাচক থাকতে হবে।’

বিচারপতি সিং বলেন, রাজ্যে শান্তি রক্ষা করতে হবে এবং উত্তেজনা উস্কে দিতে পারে এমন কোনও পদক্ষেপ এড়াতে হবে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনও কিছুই সম্প্রীতি পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করবে না।’

স্থানীয় আইনজীবীদের সংস্থার আপত্তির কারণে কুকি-জো-অধ্যুষিত চূড়াচাঁদপুরে যেতে না পারলেও বিচারপতি সিং এই সফরকে সদর্থক বলে অভিহিত করেছেন। তিনি এই বিষয়ে কোনও অনুশোচনা প্রকাশ না করে বলেছেন, ‘আমি নিশ্চিত, যথাসময়ে আমি চূড়াচাঁদপুরে যেতে পারব।
এরপর পাঁচের পৃষ্ঠায়