সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং অত্যন্ত নিম্নমানের ভাষায় আক্রমণের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশে সরকার। একশোরও বেশি মামলা এবং ৬৭টি আইনি নোটিস জারি করা হয়েছে বলে খবর। এর জেরে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জন অভিযুক্তকে। রাষ্ট্রের এই ব্যাপক ধরপাকড়ের ঘটনায় সাধারণ নাগরিকের বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।