• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, কঠোর পদক্ষেপ অন্ধ্রপ্রদেশে সরকারের 

সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং অত্যন্ত নিম্নমানের ভাষায় আক্রমণের অভিযোগের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশে সরকার। একশোরও বেশি মামলা এবং ৬৭টি আইনি নোটিস জারি করা হয়েছে বলে খবর। এর জেরে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জন  অভিযুক্তকে। রাষ্ট্রের এই ব্যাপক ধরপাকড়ের ঘটনায় সাধারণ নাগরিকের  বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।

সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট এবং অত্যন্ত নিম্নমানের ভাষায় আক্রমণের অভিযোগের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশে সরকার। একশোরও বেশি মামলা এবং ৬৭টি আইনি নোটিস জারি করা হয়েছে বলে খবর। এর জেরে গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জন  অভিযুক্তকে। রাষ্ট্রের এই ব্যাপক ধরপাকড়ের ঘটনায় সাধারণ নাগরিকের  বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।

অধিকাংশ পোস্টেই আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর স্ত্রী এবং তাঁর ছেলে তথা রাজ্যের মন্ত্রী লোকেশকে। কুরুচিকর পোস্ট করা হয়েছে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের মেয়ে এবং প্রদেশ কংগ্রেস নেত্রী ওয়াই এস শর্মিলার নামেও। 
 
বিরোধী দল ওয়াইএসআরসিপির দাবি , দলীয় নেতাকর্মীরা ৬৫০টি নোটিস পেয়েছেন।মামলা দায়ের হয়েছে ১৪৭টি। ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের নাগরিকদের বাকস্বাধীনতার প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধী নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির প্রশ্ন, ‘চন্দ্রবাবু এবং তার দল টিডিপি ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনার বিরুদ্ধে ৪২০ মামলা হবে না কেন ? আমরা প্রশ্ন তুললেই মামলা হবে, গ্রেপ্তারি চলবে।’  টিডিপি মুখ্যমন্ত্রী তাঁর দলের সদস্যদেরএই ধরণের পোস্ট থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
 
উল্লেখ্য, গতকালই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রীর পবন কল্যাণের ‘বিকৃত’ ছবি পোস্ট করার অভিযোগে সমন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। সাত দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।