মুম্বই, ১৯ এপ্রিল– ২০২২ এ লতা মঙ্গেশকরের চলে যাওয়ায় যে ক্ষতি সঙ্গীত জগতের হয়েছিল তা পূরণ করা অসম্ভব। কিন্তু তাঁর স্মৃতি ধরে রেখে সেই অভাব কিছুটা তো ভোলাই যায়। আর সেই উদ্দেশ্যেই নতুন পুরস্কারের ঘোষণা করলেন মঙ্গেশকর পরিবার । নতুন এই পুরস্কারের নাম লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। আগামী ২৪ এপ্রিল প্রথমবারের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হবে সঙ্গীত নাটক জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বের হাতে।
প্রসঙ্গত, এই পুরস্কার প্রথমবারের জন্য পেতে চলেছেন আশা ভোঁসলে। লতা মঙ্গেশকরের বোনই দিদির স্মৃতি পুরস্কার পাওয়ার প্রথম যোগ্যতম সদস্য বলেই অভিমত পুরস্কার কমিটির। তবে শুধুমাত্র আশা ভোঁসলে নয়, পাশাপাশি, পঙ্কজ উদাসও ২৪ এপ্রিল পেতে চলেছেন মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার। উল্লেখ্য, এই পুরস্কার বহু বছর ধরেই দেওয়া হয় মঙ্গেশকর পরিবারের তরফে, তবে এবার সেখানে নাম জুড়ে গেল প্রয়াত লতা মঙ্গেশকরের।