• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে মোদি

সব দেশের মানুষের থেকে মতামত সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ২০২০ সালেও এই সংস্থার করা এক সমীক্ষায় মোদী সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন।

ফের বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে রইলেন মোদী গতবছর নভেম্বরের পর এবছর জানুয়ারিতে প্রকাশিত এক সমীক্ষায় শীর্ষ স্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী।

সম্প্রতি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বিশ্বের সব নেতাদের নিয়ে একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষাতেই সর্বোচ্চ ৭২ শতাংশ পেয়েছেন মোদী। এই সমীক্ষায় ১৩ জন বিশ্ব নেতার নাম আছে।

এই তালিকায় ষষ্ঠ স্থানে নাম আছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। এরপরই আছেন কানাডার প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন ও আমেরিকা নেতারা জায়গা পেয়েছেন এই তালিকায়।

সংস্থার তরফে বলা হয়, জানুয়ারির ১৩-১৯ তারিখের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই রেটিং করা হয়েছে।

সব দেশের মানুষের থেকে মতামত সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ২০২০ সালেও এই সংস্থার করা এক সমীক্ষায় মোদী সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন।