আদালতে মামলা চলাকালীন কিছু কিছু ক্ষেত্রে আদালতের মধ্যে চলা মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। এই সম্প্রচারের ভিডিও অপব্যবহার করা হচ্ছে। ফলে সরাসরি সম্প্রচারের ভিডিও নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ, এই ভিডিও কাটাছেঁড়া করা যাবে না। শুধু তাই নয়, এই ধরনের ভিডিও সমাজমাধ্যমে আপলোড করার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। একটি জনস্বার্থ মামলার শুনানির সময় এই নির্দেশ দিয়েছে আদালত। মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি বিবেক জৈনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের সরাসরি সম্প্রচারের ভিডিও এডিট করে সমাজ মাধ্যমে আপলোড করা নিষিদ্ধ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
এ বিষয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে জবাব চেয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে হবে মেটা, ইউটিউব, এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। আদালতের সরাসরি সম্প্রচারের ভিডিও ব্যবহার করে এত দিন পর্যন্ত আয় করা টাকা ফেরত নেওয়া এবং সমাজমাধ্যম থেকে ওই সমস্ত ভিডিও মুছে দেওয়া উচিত বলেও জানান মামলাকারী।