হাসির খোরাক পিসিবি

প্রতীকী ছবি (File Photo: iStock)

করাচি ভুল ট্যুইটে হাসির খোরাক হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেমিফাইনাল খেলায় দ্রুততম আড়াই হাজার রানের মাইলফলক পার করার পর পিসিবি ট্যুইট করে পাক অধিনায়ক বাবরকে অভিনন্দন জানান। কিন্তু সেই ট্যুইটেই হয়ে যায় বড় বিপদ।

সেখানে ভুল করে পিসিবি লিখে ফেলে , বাবর না কি এই রেকর্ড করতে গিয়ে টপকেছেন সৌরভ গাঙ্গুলি, চেতেশ্বর পূজারা, সুনীল গাভাসকার ও বিজয় হাজারেকে। আসলে বাবার টপকে গিয়েছেন, বিরাট কোহলি, মার্টিন গুপ্টিল, অ্যারন ফিঞ্চদের।

আর এই ট্যুইট দেখার পরই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হয় পাক ক্রিকেট বোর্ডকে এবং ট্রোল করা হয় পিসিবিকে। তবে এটা নতুনত্ব নয়, পাক ক্রিকেট বোর্ডের এরকম হাসির খোরাক তারা আগেও হয়েছে। এবারও হতে হল। সোশ্যাল মিডিয়ায় এই ট্যুইটটি ভাইরালের মত ছড়িয়ে পড়ার পর শেষপর্যন্ত মুছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।