অক্টোবরের গোড়া থেকেই পুজোর আমেজ, উৎসবের শুরু। আরজি করের ঘটনায় উৎসবে এবার অনেকটাই ভাঁটার টান, তবু তার মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন হবে বঙ্গ তথা দেশজুড়ে। তবে উৎসবের মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে অনেকটাই ব্যাহত হবে পরিষেবা। কাজেই উৎসবের দিনগুলির আগেই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্ম সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন ব্যাঙ্কিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা।
প্রতি মাস শুরুর আগে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে আরবিআই। আরবিআই প্রকাশিত এই ছুটির তালিকা অনুযায়ী পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে অর্ধেকদিনই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। উৎসবের মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে আরবিআই। অক্টোবরে উৎসবের কারণে টানা কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া দরকার। এর মধ্যে শনি ও রবিবারের ছুটির পাশাপাশি উৎসবের ছুটিও রয়েছে। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণে অক্টোবরে একদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও গান্ধী জয়ন্তী, দুর্গাপুজো, দশেরা, লক্ষ্মীপুজো, দীপাবলির কারণে ছুটি থাকবে ব্যাঙ্ক। সবমিলিয়ে মোট ১৫ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে।
বিধানসভা নির্বাচনের ১ অক্টোবর জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ। ৩ তারিখে শুরু হচ্ছে নবরাত্রি। সেদিন জয়পুরে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬ অক্টোবর রবিবার, ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ অক্টোবর আগরতলা, গৌহাটি, কোহিমা এবং কলকাতায় দুর্গাপুজোর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১১ অক্টোবর মহাষ্টমী-মহানবমীর কারণে বন্ধ ব্যাঙ্ক। ১২ অক্টোবর সারা দেশে বিজয়া দশমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ অক্টোবর রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।১৪ অক্টোবর গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি। ১৬ অক্টোবর আগরতলা ও কলকাতায় লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ অক্টোবর বেঙ্গালুরু ও গৌহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্ক ছুটি। ২০ অক্টোবর রবিবার পড়ায় সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ। ২৬ অক্টোবর চতুর্থ শনিবার হিসেবে দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৭ অক্টোবর রবিবার, তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩১ অক্টোবর দীপাবলী বা কালীপুজো, বন্ধ থাকবে ব্যাঙ্ক।