দিল্লি, ১৯ মে – দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে যে সিসিটিভি ফুটেজ মিলেছে তা ‘বিকৃত’ করা হয়ে থাকতে পারে। ১৩ মে কেজরিওয়ালের বাড়ি থেকে যে ফুটেজ মিলেছিল, তার নেপথ্যে রয়েছেন আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে নিগ্রহে অভিযুক্ত বিভব কুমার, দাবি পুলিশের।পুলিশ আরও জানিয়েছে, প্রমাণ লোপাট করতেই বিভব এসব করেছেন। স্বাতী অভিযোগ করেছেন, গত ১৩ মে কেজরীওয়ালের সঙ্গে বাড়িতে দেখা করতে গিয়ে তাঁর ব্যক্তিগত সচিব বিভবের হাতে নিগৃহীত হন তিনি। মালিওয়াল আগেই অভিযোগ করেন, ওই ভিডিওগুলিতে কারসাজি করে আসল জায়গাগুলি বাদ দেওয়া হয়েছে।
শনিবার বিভবকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। তারা জানিয়েছে, বিভব কুমার তাঁর মোবাইলের পাসওয়ার্ড পুলিশকে দিতে রাজি হননি। তিনি পুলিশকে জানান, তাঁর ফোনে কিছু সমস্যা হওয়ায় মুম্বাইয়ে তা ফরমেট কোনো হয়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, ফোন ফরম্যাট করার আগে মোবাইলের ডেটা কপি করে রাখা উচিত ছিল।ডেটা উদ্ধার করতে বিভব কুমারকে মুম্বাই নিয়ে যেতে পারে পুলিশ।
মালিওয়াল একে চূড়ান্ত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। পাল্টা আপের দাবি, এটা বিজেপির চক্রান্ত।
বিভব কুমার ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে থাকবেন। পুলিশ জানিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না বিভব। পুলিশ জানিয়েছে, গত ৯ বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পদে থাকায় তিনি যথেষ্ট ‘প্রভাবশালী’।পুলিশ মনে করছে, বিভব প্রমাণ লোপাট করতে পারেন।