ডোমজুড়ের হাসপাতাল চত্ত্বরে অবৈধ খাটাল, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ?

গ্রামের হাসপাতালের সঙ্গিন পরিস্থিতি ফের স্পষ্ট হল। হাসপাতালের পরিত্যক্ত ঘরে রমরমিয়ে চলছে অবৈধ খাটাল ব্যবসা। হাসপাতালের ঘরে দেখা মিলল গরুর। রয়েছে বোঝাই করা গরুর খাবার। ডোমজুড় গ্রামীণ হাসপাতালে পরিত্যক্ত ঘরের এমন ছবি প্রকাশ্যে আসতেই হৈ চৈ শুরু হয়। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।   

ডোমজুড় গ্রামীণ হাসপাতালের ঘরে কয়েকটি গরু নিয়ে খাটাল খুলে বসেছেন এলাকার যুবক শেখ সাহেব। মূল হাসপাতালের পিছন দিকে সেমিনার হল। তার সামনে রয়েছে কয়েকটি পরিত্যক্ত ঘর। সেই ঘর গরুদের আশ্রয়স্থল। অন্য একটি ঘরে বোঝাই করা রয়েছে বস্তা ভর্তি খড়। স্থানীয় সূত্রে খবর, ওই হাসপাতালের বাইরে রয়েছে গোয়ালঘর। এদিকে হাসপাতালের দেওয়ালে টিনের দরজা রয়েছে ময়লা ফেলার জন্য। সেই দরজার তালা-চাবি থাকে শেখ সাহেবের কাছে। দরজা খুলে হাসপাতাল চত্ত্বরে গরু ঢুকিয়ে দেন শেখ সাহেব। সেখানেই চরে বেড়ায় গরুগুলি। ফলে গোয়ালঘর থাকলেও হাসপাতালই গরুদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। 
 
ডোমজুড় হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জানালেন, তিনি দায়িত্বে এসেছেন জুলাই মাসে। হাসপাতালের পাচিলের বাইরে খাটাল দেখেছিলেন।  কিন্তু হাসপাতাল চত্ত্বরে গরু চরে কিনা তা তাঁর জানা নেই। তবে তিনি জানান, হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিডিও, জেলাশাসক, এবং পুলিশকে চিঠি দিয়েছেন তিনি। খাটালের বিষয়টিও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান।   
 
খাটাল নিয়ে মাথাব্যথা না থাকলেও হাসপাতালের নিরাপত্তা বেড়েছে বলে দাবি করেছেন ওই স্বাস্থ্য আধিকারিক। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। সেই ক্যামেরায় গরুর ছবি ধরা পড়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।