ভারতে আসার পথে হাইজ্যাক ইসরায়েলি জাহাজ!

ভারত:- ভারতে আসার পথে হাইজ্যাক ইসরায়েল মালিকানাধীন একটি কার্গো জাহাজ। ইয়েমেনের হুথি গোষ্ঠী জাহাজটিকে হাইজ্যাক করেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, জাহাজে থাকা ২৫ জন সদস্যকেও পণবন্দি করে রাখা হয়েছে। ইসরায়েল এবং হামাস যুদ্ধের তেজ কার্যত দিনে দিনে বাড়ছে।  আর এর মধ্যেই হুথি গোষ্ঠী ইসরায়েলের মালবাহী একটি জাহাজকে হাইজ্যাক করা হয়। সূত্রের খবর,  জানা গিয়েছে, লোহিত সাগরে জাহাজটিকে হ্যাইজ্যাক করা হয়। জাহাজটি সরাসরি ইজরায়েলের নয়, বাহামিয়ার। তবে মালিক ইসরায়েলের। প্রসঙ্গত, হুথিকে সরাসরি ইরান সমর্থন করে। ওয়া হুথিদের বাড়বাড়ন্তের পিছনে ইরান সরকারের বড় একটা ভূমিকা রয়েছে। অর্থ থেকে অস্ত্র, সবকিছুই তারাই জোগান দেয়। সূত্রের খবর, গাজার মাটিতে ইসরায়েলের হামলার পরেই তীব্র নিন্দা জানায় হুথিরা। শুধু তাই নয়, ইজরায়েলের একাংশকে টার্গেট করে দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা পর্যন্ত চলে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আর এই অবস্থায় লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় ইসরায়েলের মালিকানাধীন ওই জাহাজটিকে অপহরণ করে হুথিরা। মালবাহী জাহাজটির নাম ‘গ্যালাক্সি লিডার’ বলে জানা গিয়েছে। হাইজ্যাক হওয়া জাহাজটিতে ২২ জন সদস্য আছে। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তবে ইসরায়েলের কোনও নাগরিক নেই বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কড়া বার্তা দেওয়া হয়েছে সে দেশের পিএমও’র অফিস থেকে। পুরো ঘটনাটি ইরানের সন্ত্রাসবাদী হামলা বলে ব্যাখ্যা করা হয়েছে। এমনকি আন্তজাতিক জলসীমায় এভাবে জাহাজের হাইজ্যাক নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে।