প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

নিজস্ব প্রতিনিধি— কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর সিঙ্গেল বেঞ্চে৷ এফআইআর খারিজের আর্জি জানিয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ যে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, সেই মামলা গত মঙ্গলবারই ছেডে় দেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ এরপর মামলা যায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে৷ তারপরই প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলা শোনার জন্য পাঠানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে৷ গত মঙ্গলবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময়ের সহকর্মী হওয়ায় বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনতে চাননি৷ মাত্র কয়েক মাস আগেই বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

এরপর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হন তিনি৷ বর্তমানে তমলুক কেন্দ্রে প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি৷ এরই মধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর হয়েছে৷ সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি৷ আগামী ২৫ মে তমলুক কেন্দ্রে ভোটগ্রহণ হবে৷ তার আগে গত ৫ মে নির্বাচন কমিশনে মনোনয়ন পেশ করেন তিনি৷ মনোনয়নে যাওয়ার পথে গণ্ডগোলের সূত্রপাত হয়৷ অভিজিতের মিছিল পৌঁছনোর পর চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তখন স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, এমনকি ইটও ছোড়া হয় বলে অভিযোগ৷ এরপরই অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলে অভিযোগ৷ গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়৷ সেই এফআইআরের জন্য প্রচারে অসুবিধা হচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এখন দেখার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি কবে হয়?