রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হল মহানগরীর অন্যতম প্রধান সরকারি হাসপাতাল! হঠাৎই আগুন লাগে কলকাতা মেডিক্যাল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। ভয়ার্ত পরিস্থিতিতে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনেরাও।
স্থানীয় সূত্র মোতাবেক খবর, রবিবার সন্ধ্যাবেলায় মেইন বিল্ডিংয়ের দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। জানা যায়, দোতলায় রয়েছে কার্ডিওলজি বিভাগ, যার পার্শ্ববর্তী শৌচাগারের ভিতরে আগুন লাগে। শৌচাগারের ভিতরে থাকা পরিত্যক্ত কাপড়ের থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে।
হাসপাতালের কর্মীরা এবং স্থানীয়েরা শীঘ্রই দমকলে খবর দেন। দমকলের ২টো ইঞ্জিন অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশবাহিনীও আসে ঘটনাস্থলে। তবে দমকল আসার আগেই হাসপাতাল কর্মীরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে পরিত্যক্ত কাপড়ের স্তুপে আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ।
ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-ও। তিনি জানান, মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে তিনি দ্রুত মেডিক্যাল কলেজ চত্বরে যান। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানান তিনি।
মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) অঞ্জন অধিকারীর মতে, রোগীদের আত্মীয়-পরিজনদের কেউ ধূমপান করে বিড়ি বা সিগারেট ফেলতে পারে ওখানে, যার থেকে আগুন লেগে থাকতে পারে। তাঁর বক্তব্য, হাসপাতাল কর্মী এবং দমকল বিভাগের তৎপরতার জন্যই বড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।